চিরকুটে লেখা ছিল ‘আমি এই মহাবিশ্বের একমাত্র গ্রহ, যাতে প্রাণ আছে’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/04/29/chirkut.jpg)
মিরপুরের পল্লবী এলাকা থেকে রেশাদ আকবর প্রত্যয় (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, আয়নার সামনে দাঁড়িয়ে প্রত্যয় নিজেই নিজের গলায় কোপ দিয়েছেন।
আজ শনিবার (২৯ এপ্রিল) বিকেলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এনটিভি অনলাইনের কাছে এ দাবি করেন।
পারভেজ ইসলামের দাবি, ‘রেশাদ আকবর প্রত্যয় ছিলেন হতাশাগ্রস্ত। তিনি মানসিকভাবেও ছিলেন অসুস্থ। এসব কথা প্রত্যয়ের চিকিৎসক আমাকে জানিয়েছেন। ওই চিকিৎসক প্রত্যয়ের চিকিৎসা করেন তিন বছর ধরে। চিকিৎসক জানিয়েছেন, প্রত্যয়ের মতো রোগীরা সাধারণত আত্মহত্যা করে থাকেন।’
ওসি পারভেজ বলেন, ‘মৃত্যুর আগে প্রত্যয় একটি আত্মহত্যার চিরকুট লিখে রেখে গেছেন। সেখানে তিনি লিখেছেন—আমি এই মহাবিশ্বের একমাত্র গ্রহ, যাতে প্রাণ আছে। আমি সেটাকে ধ্বংস করে ফেললাম। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো।’
পারভেজ ইসলাম বলেন, ‘প্রত্যয় একটি ফ্ল্যাট মেসে থাকতেন। পল্লবীর ১২ নম্বর সেকশনের ২ নম্বর রোডের একটি বাসার ছয়তলা ভবনের তৃতীয় তলার তারা মোট ছয়জন ছিলেন। ঘটনার সময় দুজন বাসায় ছিলেন। কিন্তু, তারা অন্য রুমে ঘুমিয়েছিলেন। যখন প্রত্যয় গোঙানো শুরু করেন, তখন তারা ওঠে দেখেন; গলায় কোপ।’
ওসি আরও বলেন, ‘শুনেছি, ছেলেটি অনেক মেধাবী। কিন্তু, যৌগ্যতা অনুযায়ী চাকরি পাননি। বনানীর ১২ নম্বর রোডের একটি বায়িং হাউজে চাকরি করতেন তিনি। চাকরিটা তার বাবার যোগাযোগে হয়। সব মিলিয়ে প্রত্যয় হতাশ ছিলেন। মানসিক সমস্যাও ছিল মেলা।’
পারভেজ ইসলাম আরও বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’