চীন থেকে ফেরার ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই : রাষ্ট্রদূত

Looks like you've blocked notifications!
জাতীয় প্রেসক্লাবে ‘ডিক্যাব’ আয়োজিত ‘ডিক্যাব টক’-এ বক্তব্য দেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। ছবি : এনটিভি

চীন থেকে যে ১৭১ জন শিক্ষার্থীকে বাংলাদেশ ফিরিয়ে আনতে চাইছে, তাঁদের ফিরিয়ে এনে ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এ ছাড়া করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে এখন থেকেই আরো বেশি প্রস্তুতি এবং সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।

জাতীয় প্রেসক্লাবে আজ সোমবার কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ‘ডিক্যাব’ আয়োজিত ‘ডিক্যাব টক’-এ অংশ নিয়ে এ কথা বলেন লি জিমিং।

এ সময় চীনা রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে যে বিষয়টি এখন সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো, এখানে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে তা দ্রুত নির্ধারণ করা। আমি এখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যা জানতে পেরেছি, বর্তমানে বাংলাদেশে যে সক্ষমতা রয়েছে, তাতে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না, তা জানতে দুই থেকে তিন দিন লেগে যায়, যা ঝুঁকিপূর্ণ।’

লি জিমিং আরো বলেন, ‘সম্প্রতি আমরা লক্ষ করেছি, চীন থেকে আসা তিন শতাধিক নাগরিককে আলাদা করে রাখা হয়েছিল, যা অত্যন্ত পেশাদারত্বের পরিচয়। কিন্তু তার পরও আমরা দেখতে পারছি, চীন থেকে বাংলাদেশে প্রতিদিনই ৩০ থেকে ৫০ জন নাগরিক আকাশপথে আসছেন। তাঁদের ব্যাপারে আসলে কী হচ্ছে?’

চীনা রাষ্ট্রদূত বলেন, ‘আমরা ঢাকায় চায়নিজ অ্যাম্বাসি থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, চীনা নাগরিক যারাই বাংলাদেশে আসবেন, তাঁদের ১৪ দিন আলাদাভাবে থাকতে হবে। আমরা সেটাই পালন করছি। কিন্তু বাংলাদেশি নাগরিক যারা চীন থেকে আসছে, তাদের ব্যাপারে আরো অনেক কড়াকড়ি আরোপ করা প্রয়োজন।’