চুরির অপবাদে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

Looks like you've blocked notifications!
সিলেটের জকিগঞ্জ উপজেলায় চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে এক যুবককে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে এক ইউনিয়ন পরিষদের সদস্যের বিরুদ্ধে। ছবি : সংগৃহীত

সিলেটের জকিগঞ্জ উপজেলায় চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে এক যুবককে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে এক ইউনিয়ন পরিষদের সদস্যের বিরুদ্ধে। নির্যাতনের ঘটনাটি নয় মাস আগের হলেও সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়ে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের কানাইঘাট সীমান্তের কারাবাল্লা এলাকা থেকে এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার কাজলশাহ ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালামকে আটক করে পুলিশ। এর আগে আরো তিনজনকে আটক করা হয়।

গতকাল রাত ৯টায় সিলেট জেলা ‍পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম জানান, ভারতে পালিয়ে যাওয়ার সময় গতকাল সন্ধ্যায় পুলিশ আবদুস সালামকে আটক করেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর গতকাল সন্ধ্যা থেকে পুলিশের তিনটি টিম অভিযানে নামে।

সিলেটের জকিগঞ্জে চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের ভিডিও ভাইরাল

এদিকে রাতে এ ঘটনায় নির্যাতিত আফজল মিয়া মামলা করেছেন। এ মামলায় আটকদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
আটক অন্যরা হচ্ছেন ইউনিয়ন পরিষদের আরেক সদস্য এবাদুর রহমান, তাঁর দুই সহযোগী আনোয়ার হোসেন ও মো. শাহজাহান।
ভিডিওতে দেখা যায়, জকিগঞ্জ উপজেলার তিন নম্বর কাজলশাহ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম স্থানীয় আটগ্রাম গুচ্ছগ্রামের আফজাল মিয়া নামের এক যুবককে আরেক ইউপি সদস্য এবাদুর রহমানের বাড়িতে হাত-পা বেঁধে নির্যাতন করছেন।