চুরি কচুক্ষেতে, লাশ মিলল ৬০ ফুটে

Looks like you've blocked notifications!
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

রাজধানীর শেরেবাংলা নগর থানার ৬০ ফুট এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. সুজন মিয়া (৩২)। তিনি ভাষানটেকের পুরাতন কচুক্ষেতের একটি মার্কেটে নিরাপত্তারক্ষীর দায়িত্বে ছিলেন।

পুলিশ ধারণা করছে, ছিনতাই করতে বাধা দেওয়ায় সুজন মিয়াকে হত্যা করা হয়েছে। আজ রোববার ভোরের দিকে পুরাতন কচুক্ষেতের জেসমিন টাওয়ারে এই চুরির ঘটনা ঘটে।

বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের উপকমিশনার (ডিসি) মো. মাহাতাব উদ্দিন এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

জেসমিন টাওয়ারের দোকান মালিক ও সংশ্লিষ্টদের বরাত দিয়ে মো. মাহাতাব উদ্দিন বলেন, ‘শেষ রাতের কোনো এক সময় মার্কেটে চোর আসে। এ সময় নিরাপত্তাপ্রহরী সুজন তাদের বাধা দিতে গেলে তাঁকে অস্ত্র দিয়ে কোপানো হয়। শুধু চুরির ঘটনা নাকি পূর্বশত্রুতার জেরে এ খুন, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শেখ জহিরুল ইসলাম বলেন, ‘চোরেরা সুজনের মাথায় আঘাত করে তাদের গাড়িতে তুলে গলায় গামছা পেঁচিয়ে ৬০ ফুট রাস্তায় ফেলে যায়। তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সুজনের মাথায় আঘাতের দাগ রয়েছে। এ ছাড়া তাঁর গলায় গামছা পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতের পাশাপাশি তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’

ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘রাতে মার্কেটে সুজন মিয়া দায়িত্বরত ছিলেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অনিক মোটরস নামে একটি দোকান থেকে ১০-১২টি গাড়ির ব্যাটারি চুরি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’