চুরি হওয়া ছাগল নিতে আসছে না মালিক, বিপাকে পুলিশ

Looks like you've blocked notifications!

ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানা এলাকায় গত ২০ এপ্রিল এক‌টি ছাগলসহ দুই যুবক‌কে আটক করে পুলিশ। যুবকদ্বয়কে প‌রদিন আদালত জেল হাজ‌তে পাঠালেও ছাগলটি র‌য়ে‌ছে থানা‌তে। আর, এ নি‌য়েই বিপা‌কে প‌ড়ে‌ছে পু‌লিশ।

থানা সূ‌ত্রে জানা গে‌ছে, ২০ এপ্রিল সন্ধ‌্যায় নগরীর ব্রজ‌মোহন ক‌লে‌জের সাম‌নে তাল‌ভিটা দ্বিতীয় গ‌লির মু‌খ থে‌কে তান‌জিম ও না‌দিম না‌মের দুই যুবক‌কে এক‌টি চোরাই ছাগলসহ আটক ক‌রে মহানগর গো‌য়েন্দা পু‌লিশ। প‌রের দিন গো‌য়েন্দা পু‌লি‌শের উপপরিদর্শক (এস আই) ফি‌রোজ আলম বাদী হ‌য়ে মামলা ক‌রে আটক দুই যুবককে আদাল‌তে পাঠালে আদালত জেল হাজ‌তে পাঠান। আর, ছাগল‌টি কোতয়ালী ম‌ডেল থানার হেফাজ‌তে রাখা হ‌য়ে। এ ছাগ‌লের দুর্গন্ধে পু‌রো থানা ভব‌নে অতিষ্ঠ পু‌লিশ সদস‌্যেরা‌।

এক নারী পু‌লিশ সদস‌্য জানান, এক মা‌সের বে‌শি সময় ধরে থানা ভ‌বনের নিচ তলায় অপ্রাপ্তবয়স্ক আসামি‌দের রাখার ক‌ক্ষের সাম‌নে বেঁধে রাখা হ‌য়ে‌ছে ছাগল‌টি। ছাগল‌টি‌কে নিয়মিত খাবার দি‌তে হ‌চ্ছে। আর, ছাগ‌লের মল-মূ‌ত্রের দুর্গন্ধে টেকা দায়।

ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানার প‌রিদর্শক লোকমান হো‌সেন ব‌লেন, ‘আদালত থে‌কে কো‌নো নি‌র্দেশনা না দেওয়ায় ছাগল‌টি থানা‌য় রাখা হ‌য়ে‌ছে। ছাগ‌লের কো‌নো মা‌লিকও আস‌ছে না। তাই, এ ছাগল নি‌য়ে আমরা একটা ঝা‌মেলার ম‌ধ্যে র‌য়ে‌ছি।’