চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তে ১১ স্বর্ণের বার জব্দ
চুয়াডাঙ্গার দর্শনা থানার ঠাকুরপুর সীমান্ত থেকে ১১টি স্বর্ণের বার জব্দ করেছে (বিজিবি)। আজ বুধবার সকালে ৬-বিজিবি ঠাকুরপুর বিওপির টহল দলের সদস্যরা অভিযান চালিয়ে স্বর্ণের এই চালান জব্দ করে। আজ সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিজিবি।
বিজিবি জানায়, স্বর্ণের বারগুলোর ওজন তিন কেজি ৭৪০ গ্রাম (৩২০.৬৪ ভরি)। মূল্য প্রায় দুই কোটি ৩৫ লাখ ৬৬ হাজার টাকা। এ ঘটনায় দর্শনা থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক (অতিরিক্ত পরিচালক) মেজর নিস্তার আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঠাকুরপুর কবরস্থানের আমবাগানের ভেতর দিয়ে স্বর্ণ চোরাচালানের খবরে বিজিবি টহলদলের সদস্যরা ওৎ পেতে থাকে। সকাল সোয়া ৭টার দিকে সন্দেহভাজন এক ব্যক্তি বাইসাইকেল চালিয়ে বাংলাদেশ থেকে ভারতের দিকে যাচ্ছিলেন। এ সময় ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবুল কালাম আজাদের নেতৃত্বে বিজিবি সদস্যরা তাঁকে ধাওয়া করে। ওই ব্যক্তি বাইসাইকেল ও কোমরে বাঁধা কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যান। বিজিবির টহল দলের সদস্যরা কাপড়ের ব্যাগ খুলে ভেতরে ১১টি স্বর্ণের বার জব্দ করে।
বিজিবি জানায়, এ ঘটনায় নায়েব সুবেদার আবুল কালাম আজাদ বাদী হয়ে দর্শনা থানায় মামলায় করবেন। মামলায় ঠাকুরপুর হঠাৎপাড়ার মোস্তাফিজুর রহমান ওরফে ফিজুরকে আসামি করা হচ্ছে।