চুয়াডাঙ্গার সাত গ্রামে লকডাউন

Looks like you've blocked notifications!
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সাতটি গ্রামে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। ছবি : এনটিভি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সাতটি গ্রামে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনার নমুনা পরীক্ষার উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

এ ঘোষণার পাশাপাশি কার্পাসডাঙ্গা ইউনিয়নের সব চুল প্রক্রিয়াজতকরণ কারখানাগুলো আগামী এক মাসের জন্য বন্ধ করা হয়েছে।

কার্পাসডাঙ্গা একতা হেয়ার প্রসেসিং ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হাসিবুজ্জামান শহিদ বিশ্বাসের দাবি, এই ঘোষণার মধ্য দিয়ে এলাকার ছোটবড় প্রায় ৪০০ কারখানায় অন্তত পাঁচ হাজার শ্রমিক বেকার হয়ে গেল।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলী মুনসুর বাবু। বিশেষ অতিথির বক্তব্য দেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত সিংহ রায়  ও  কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান।