চুয়াডাঙ্গায় গৃহবধূর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার, ৩ জন আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/09/08/chuadanga-dead.jpg)
চুয়াডাঙ্গা সদর উপজেলায় বুধবার সকাল ৯টার দিকে শয়নকক্ষ থেকে জেসমিন ওরফে আয়না বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গা সদর উপজেলায় জেসমিন ওরফে আয়না বেগম (৩৮) নামের এক গৃহবধূর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নতুন যাদবপুর গ্রামে আজ বুধবার সকাল ৯টার দিকে শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জেসমিন কুয়েত প্রবাসী হাবিবুর রহমান হাবিলের স্ত্রী। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নির্মল চন্দ্র অধিকারী জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আজ সকালে ওই গৃহবধূর বিবস্ত্র ও ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। তাঁর হাতসহ শরীরে আঘাতের চিহ্ন থাকলেও গলা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সন্দেহভাজন ও জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে।