চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে প্রাণ গেল কিশোরের

Looks like you've blocked notifications!
নিহত স্কুলছাত্র রোহান। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রোহান নামের এক কিশোর নিহত হয়েছে বলে জানা গেছে। শহরের বেলগাছি ও ফার্মপাড়ার মাঝামাঝি এলাকায় গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গতকাল রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রোহান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মো. রায়হানের ছেলে। সে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি গতকাল সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা শহরের বেলগাছি ও ফার্মপাড়ার মাঝামাঝি এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেন থেকে পড়ে যায় রোহান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহব্বুর রহমান জানান, চলন্ত ট্রেনে রেলের ট্রাফিক সিগনালে হাত লেগে রোহান নামের ওই কিশোর পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এরপর রাতেই ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।