চুয়াডাঙ্গায় জমি অধিগ্রহণের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

Looks like you've blocked notifications!
চুয়াডাঙ্গায় জমি অধিগ্রহণ করার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন। ছবি : এনটিভি

চুয়াডাঙ্গায় বিজিবি কর্তৃক তিন ফসলি জমি অধিগ্রহণ করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাফরপুর গ্রামবাসী। আজ বুধবার  বেলা ১১টার  দিকে  গ্রামের মাঠে কৃষকরা এ মানববন্ধন করে।

পরে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করে দুপুর দেড়টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ কৃষকরা।  

চুয়াডাঙ্গা শহর থেকে তিন কিলোমিটার দূরে ঝিনাইদহ সড়কে ৬ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর। ওখানে বিজিবি ট্রেনিং সেন্টার করার জন্য ২৭৬ বিঘা জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কৃষকদের দাবি জাফরপুর ও হায়দারপুরের ৩৮ ও ৩৯ নম্বর মৌজার যে জমি অধিগ্রহণের জন্য নির্ধারণ করা হচ্ছে তা তিন ফসলি জমি।  

মানববন্ধনে  বক্তব্য দেন কৃষক শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, সোহেল জোয়ার্দার, জহুরুল ইসলাম, মানিকসহ অনেকে।

বক্তারা বলেন, ‘এ গ্রামের মানুষ চাষাবাদ ও কৃষিকাজের ওপর নির্ভরশীল। এখানে ট্রেনিং সেন্টার করার জন্য বসত বাড়িসহ প্রায় ২৭৬ বিঘা জমি অধিগ্রহণ করা হবে বলে শোনা যাচ্ছে। তারা নিজেদের জান দিবে, তবুও জমি অধিগ্রহণ করতে দিতে রাজি নয়।’