চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত, চালক আটক
চুয়াডাঙ্গা সদর উপজেলায় টাইলসবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ইব্রাহিম (১৪) নামের এক হেলপার নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে জেলার পৌরসভা এলাকার ভিমরুল্লায় মেসার্স ইমরান ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের রেলপাড়ার শরিফুল ইসলামের ছেলে।
দুর্ঘটনার পরে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়। ওই ট্রাকের চালক মো. মোমিনকে আটক করেছে পুলিশ।
ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার রফিকুল ইসলাম জানান, ট্রাকের হেলপার ইব্রাহিম ট্রাকের নিচে ঘুমিয়ে ছিলেন। এ সময় চালক ট্রাক চালু দিয়ে দামুড়হুদা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই গাড়ির হেলপার মারা যান।
চুয়াডাঙ্গা সদর থানার ডিউটি কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মহব্বত হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।’