চুয়াডাঙ্গায় মানিলন্ডারিং মামলায় মা-মেয়ে-বাবা গ্রেপ্তার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মানিলন্ডারিং মামলায় একই পরিবারের তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল শনিবার রাতে আলমডাঙ্গায় অভিযান চালিয়ে ওই তিন আসামিকে গ্রেপ্তার করে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের ইকোনমিক ক্রাইম স্কোয়াডের একটি দল।
পরে ইকোনমিক ক্রাইম স্কোয়াডের উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার দাশ বাদী হয়ে গতকাল আলমডাঙ্গা থানায় মানিলন্ডারিং আইনে মামলাটি করেন। মামলার আসামিরা হলেন মো. আমিরুল ইসলাম আলাউদ্দিন (৫০), তাঁর স্ত্রী মিনি খাতুন (৪৫), তাঁদের দুই মেয়ে আশা খাতুন (৩০) ও আলোমতি (৩২)। তাঁদের মধ্যে আমিরুল ইসলাম, মিনি খাতুন ও আলোমতিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সিআইডি। অন্যদিকে পলাতক রয়েছেন আশা খাতুন। আসামিরা সবাই আলমডাঙ্গা উপজেলার স্টেশনপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে। তাঁদের মধ্যে আলমডাঙ্গা থানায় মিনি খাতুনের নামে ১১টি, আমিরুল ইসলামের নামে পাঁচটি, আশা খাতুনের নামে পাঁচটি ও আলোমতির নামে সাতটি মাদকের মামলা রয়েছে।
তদন্তে জানা যায়, আসামিরা স্টেশনপাড়ায় মিনি খাতুনের বসতবাড়িতে অবস্থান করে আনুমানিক ২০০৯ সাল থেকে আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকের ব্যবসা পরিচালনা করে আসছেন। অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় থেকে উপার্জিত অর্থ দিয়ে নিজ নামে ও নিকট আত্মীয়দের নামে অবৈধ সম্পদ গড়ে তুলেছেন তাঁরা।
অভিযান পরিচালনার নির্দেশনা ও তত্ত্বাবধান করেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. ফারুক হোসেন। তিনি জানান, আসামিরা অবৈধ মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ দিয়ে আলমডাঙ্গা থানা এলাকায় বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন। তাঁদের নামে-বেনামে জমি ও বিলাসবহুল বাড়ি রয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। পলাতক অপর আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।