চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/12/16/chuadanga_0.jpg)
চুয়াডাঙ্গায় মহান বিজয় উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে এ সংবর্ধনা দেওয়া হয়।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
বিশেষ অতিথি পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম মালিক ও আবু হোসেন বক্তব্য দেন। মুক্তিযোদ্ধা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় তিনজন মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট, ১৭ জন মুক্তিযোদ্ধাকে নগদ টাকা ও সবাইকে শীতবস্ত্র দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, ‘মুক্তিযোদ্ধাদের ঘরবাড়ি চিনিয়ে দিতে সহযোগিতা করেছিল এদেশের রাজাকাররা। পাকবাহিনী মুক্তিযোদ্ধাদের ঘরবাড়ি চিনত না। রাজাকাররা একটি গর্হিত কাজ করেছিল। দেশি ভাইদের হত্যা ও নির্যাতন করেছিল। তাই রাজাকারদের কোনো ছাড় নেই।’
সংবর্ধনা সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন বলেই আমরা প্রশাসনের উচ্চ পদে চাকরি লাভ করেছি। আপনাদের অবদানের কথা দেশবাসী কখনোই ভুলবে না। যেকোনো কাজে জেলা প্রশাসক কার্যালয়ে গেলে আমার দরজা আপনাদের জন্য সব সময়ই খোলা থাকবে।’