চুয়াডাঙ্গায় ১০ সোনার বারসহ পাচারকারী আটক

Looks like you've blocked notifications!
চুয়াডাঙ্গায় সোনার বারসহ আটক রিমন হোসেন। ছবি : এনটিভি

চুয়াডাঙ্গায় ১০টি সোনার বারসহ রিমন হোসেন (২০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ সোমবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলার বারাদি সীমান্তের নাস্তিপুর কবরস্থান এলাকা থেকে সোনার বারসহ তাকে আটক করা হয়। আটক রিমন হোসেন ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে। 

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের চালান পাচার হচ্ছে- এমন তথ্য পেয়ে নাস্তিপুর গ্রামের সড়কে অভিযান চালায় বিজিবির বারাদি বিওপির টহল দল। এ সময় সন্দেহভাজন এক চোরাকারবারীকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া করে আটকের পর দেহ তল্লাশি করা হয়। তার ব্যবহৃত জুতার ভেতর থেকে স্কচটেপে মোড়ানো ১০টি সোনার বার উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, ‘উদ্ধার হওয়া ১০টি সোনার বারের ওজন এক কেজি ১৬৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৯৩ লাখ ৩৫ হাজার ৫৭৬ টাকা।’