চুয়াডাঙ্গা বারে আওয়ামী লীগ ৯ ও বিএনপি ৬ পদে বিজয়ী

Looks like you've blocked notifications!
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচিত সদস্যদের একাংশ। ছবি : এনটিভি

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল নয়টি পদে এবং বিএনপি সমর্থিত প্যানেল ছয়টি পদে জয়লাভ করেছে। আজ শুক্রবার রাত ৮টায় নির্বাচন পরিচালনা উপপরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রশীদ ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন। 

বিজয়ী ঘোষণার পর চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ দলীয় নেতাকর্মীরা সভাপতি-সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।

আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে সভাপতি পদে সেলিম উদ্দিন খান, সহসভাপতি পদে কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, সাধারণ সম্পাদক পদে তালিম হোসেন, যুগ্ম সম্পাদক পদে সুজাউদ্দিন, সদস্য পদে মালিক আমানুর রহমান বিপুল, আবু তালেব, নাজমুল আহসান, মফিজুর রহমান মফিজ ও শরিফুল ইসলাম জয়লাভ করেছেন। 

অপরদিকে, বিএনপি সমর্থিত প্যানেল থেকে সহসভাপতি পদে আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-সম্পাদক পদে আসাদুজ্জামান মিল্টন, সদস্য পদে আব্দুল্লাহ আল মামুন, শাহিন আকতার, জহুরুল ইসলাম ও হামিদুল ইসলাম ইব্রাহিম জয়লাভ করেছে।

নবনির্বাচিত সভাপতি সেলিম উদ্দিন খান ও সাধারণ সম্পাদক তালিক হোসেন জানান, ভোটার বিপুল ভোটে তাদের নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। 

নির্বাচন পরিচালনা উপপরিষদের সদস্য হিসেবে অ্যাডভোকেট এমএম মনোয়ার হোসেন ও অ্যাডভোকেট শহিদুল হক দায়িত্ব পালন করেন। 

নির্বাচন পরিচালনা কমিটি জানায়, নির্বাচনে মোট ভোটার ছিল ১৯৩ জন। এরমধ্যে ১৮৭ জন ভোটার ভোট দেন এবং নয়টি ভোট বাতিল হয়।