‘চোখের সামনে স্কুলভবনটি নদীতে বিলীন হয়ে গেল’

Looks like you've blocked notifications!
নদীতে বিলীন হওয়া বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরবগী চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : এনটিভি

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরবগী চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আজ বৃহস্পতিবার নদীগর্ভে বিলীন হয়ে যায়। প্রত্যক্ষদর্শী উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য বশিরুল হক বলেন, ‘চোখের সামনে স্কুলভবনটি নদীতে বিলীন হয়ে গেল। চেয়ে চেয়ে দেখা ছাড়া কারোই কিছু করার ছিল না।’

ওই ইউপি সদস্য আরো বলেন, ‘আজ বেলা ১১টার দিকে শুরু হওয়া ভাঙনে ধীরে ধীরে বিদ্যালয় ভবনটি নদীতে বিলীন হতে থাকে। কিছুদিন আগেও ভাঙন রোধ করার জন্য বিদ্যালয় সংলগ্ন নদীতে বালুর বস্তা ফেলা হয়। কিন্তু শেষ রক্ষা হলো না।

গতকাল বুধবার থেকে নদীভাঙনের কবলে পড়ে স্কুলভবনটি। করোনার আগেও শতাধিক শিশুকে পাঠদানে মুখরিত ছিল স্কুলটি।

ইউপি সদস্য বশিরুল হক আরো বলেন, ‘তিন বছর আগে স্থানীয় উদ্যোগে একটি টিনের ঘরে বিদ্যালয়টি কোনোরকমে চলত। ২০১৭ সালে সরকারিভাবে নির্মাণ করা হয় নতুন দ্বিতল পাকা ভবনটি। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আশপাশের গ্রামের মানুষরা বেশ খুশি হয়। তখন পাশের নদীটি ছিল বহুদূরে। এরপর গত দুই বছরে অব্যাহত ভাঙনে নদীর সীমানা বিদ্যালয় ভবনটির কাছাকাছি চলে আসে। আর এবারের ভাঙনে ভবনটিকে গ্রাস করে নেয় নদী।’

এদিকে, কালাবদর, তেঁতুলিয়া, গণেশপুরা নদীর অব্যাহত ভাঙনে দিশেহারা জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দারা।