চোর সন্দেহে তিন যুবককে সাত ঘণ্টা গাছে বেঁধে রাখলেন মেম্বার

Looks like you've blocked notifications!
ময়মনসিংহের ফুলবাড়িয়ার এনায়েতপুর ইউনিয়নের মাঝিরঘাট বাজারে চোর সন্দেহে তিন যুবককে বাড়ি থেকে ধরে এনে গাছে বেঁধে রাখা হয়। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় চোর সন্দেহে তিন যুবককে বাড়ি থেকে ধরে এনে গাছে বেঁধে সাত ঘণ্টা নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলার এনায়েতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য তারা মিয়ার বিরুদ্ধে।

‘নির্যাতনের শিকার’ তিন যুবক হলেন—জুলহাস (২৪), বাবু (২২) এবং রিপন (২৫)।

গতকাল সোমবার সকাল ১০টায় ঘটনাটি ঘটে ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মাঝিরঘাট গ্রামে।

স্থানীয়রা জানান, রোববার রাতে মাঝিরঘাট বাজার থেকে সাইদুল ইসলাম নামের একজনের একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হয়। সে ঘটনায় জড়িত সন্দেহভাজন হিসেবে তিন যুবককে বাড়ি থেকে ধরে এনে সোমবার সকাল ১০টায় মাঝিরঘাট বাজারে আমগাছে বেঁধে রাখেন ইউপি সদস্য তারা মিয়া এবং তাঁর লোকজন।

টানা সাত ঘণ্টা তাদের বেঁধে রাখা হয় এবং এ সময় তাঁদের নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।

ইউপি সদস্য তারা মিয়া বলেন, ‘ইউপি চেয়ারম্যান বুলবুল হোসেনের কাছে মুচলেকা দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

তবে, ইউপি চেয়ারম্যান বুলবুল হোসেন জরিমানা নেওয়ার কথা অস্বীকার করেন। তিনি বলেন ‘বিষয়টি আমার জানা নেই। আমি সেখানে যাইনি, মেম্বার আমার কথা বলবে কেন?’

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার খবর আমার জানা নেই। তবে, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’