ছবি তুলতে জুতা পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ওঠার হিড়িক

Looks like you've blocked notifications!
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার বিকেলে অনেককে জুতা পরে মূল বেদিতে উঠে ছবি তুলতে দেখা যায়। ছবি : এনটিভি

ছবি তোলার হিড়িক পড়ে। শিশু থেকে বয়স্ক, কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সবাই ছবি তুলতে ব্যস্ত। কেউ দাঁড়িয়ে, কেউ বা মিনার ঘেঁষে বসা অবস্থায় ছবি তুলে। এক ঘণ্টা ১৫ মিনিটে মাথা গুনে দেখা গেছে, ২৩৫ জন মানুষ ছবি তুলতে মূল বেদিতে ওঠে।

২৩৫ জনের মধ্যে মাত্র ২০ জনকে মূল বেদিতে ওঠার আগে জুতা খুলতে দেখা গেছে। বাকি সবাইকে জুতাসহ সেখানে উঠে ছবি তুলতে দেখা গেছে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পরের দিন সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে এই গণনা শুরু করে এই প্রতিবেদক।

রোববার শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। তখন জুতা পায়ে দিয়ে ওঠা তো দূরের কথা, কাউকে শহীদ মিনারের বেদিতে উঠে ফুল দিতে দেওয়া হয়নি। সবাই শহীদ মিনারের ওঠার সিঁড়িতে ফুল দেয়।

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার বিকেলে অনেককে জুতা পরে মূল বেদিতে উঠে ছবি তুলতে দেখা যায়। ছবি : এনটিভি

সোমবার বিকেলে এই প্রতিবেদক কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে থাকা পলাশ ফুল গাছের তলায় বসেছিলেন সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এক ঘণ্টা ১৫ মিনিট গণনার পর আরো বেশি লোকজন আসতে শুরু করে সেখানে। সবার উদ্দেশ্যই ছবি তোলা। এরপর যারা সেখানে ওঠে, অনেকের পায়ে জুতা ছিল না। পরের ৪৫ মিনিটে আরো অন্তত ২০০ জনের বেশি হবে, যারা ছবি তুলতে ওঠে। কিন্তু এই সময়ে আর মাথা গণনা করা হয়নি।

গণনা করা ২৩৫ জনের মধ্যে একজনের কাছে জুতা না খুলে ওঠার কারণ জানতে চাওয়া হয়। সে সময় তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আসছি মাত্র দুইটা ছবি তুলতে। জুতা খুললে পায়ে ধুলা লাগবে। সেজন্য খোলা হয়নি।’

প্রাপ্তবয়স্ক লোকজন জুতা না খুললেও নাজিম উদ্দিন নামের এক শিশুকে জুতা খুলে উঠতে দেখা গেছে শহীদ মিনারের পাদদেশে। সে সময় নাজিম উদ্দিনের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, তুমি জুতা খুলে উঠেছ কেন? এমন প্রশ্নের উত্তরে নাজিম বলেছিল, ‘বাবা বলল, জুতা না খুলে ওপরে উঠতে নেই। শহীদদের সম্মান জানানো উচিত।’

পরিবারের সঙ্গে, বন্ধু-বান্ধব কিংবা যুগলরা গিয়েছিল শহীদ মিনারে। এদের মধ্যে একজন বয়স্ক নারীকে ছবি তুলতে দেখা গেছে মিনারের পাদদেশে। ডিএসএলআর ক্যামেরাসহ আরও একজন ছিলেন তাঁর সঙ্গে। ওই নারী যখন ওপরে উঠে ছবি তুলছিলেন, তখন তাঁর পাশের একজনের কাছে জানতে চাওয়া হয়েছিল, জুতা পরে কেন উঠলেন? সে সময় নারী বলে ওঠেন, ‘সারা দেশটা দুর্নীতিতে ভরে গেছে। সেগুলো আগে ঠিক করেন। তারপর শহীদ মিনারে জুতা তোলা নিয়ে প্রশ্ন করেন।’