ছাগল চুরির অভিযোগে আওয়ামী লীগনেতা গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
পটুয়াখালীতে ছাগল চুরির অভিযোগে গ্রেপ্তার মো. রেজাউল করিম রাজন। ছবি : সংগৃহীত

পটুয়াখালীতে অন্যের ছাগল চুরির পর জবাই করার অভিযোগে মো. রেজাউল করিম রাজন (৫০) নামে এক আওয়ামী লীগনেতাকে গ্রেপ্তার করছে দুমকী থানা পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

 

পুলিশ সূত্রে জানা গেছে, আবু গাজী বসতবাড়ির পশ্চিম পাশে নিজ সম্পত্তিতে দুই বছর আগে মাটি দিয়ে ভরাট করে বাঁধ দেন। গতকাল বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম রাজন (৫০) ওই বাঁধ কাটতে যান। তখন তিনি বাধা দিলে রাজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় তার হাতে থাকা দা দিয়ে খুন জখম করার হুমকি দিয়ে চলে যান তিনি। বিকেলে আবু গাজীর পালিত একটি ছাগল আওয়ামী লীগনেতা রাজনের বাড়িতে গেলে পূর্ব শত্রুতার জেরে ছাগলটি জবাই করে ফেলেন। ছাগল জবাইয়ের বিষয়ে রাজনের জানতে চাইলে উল্টো গালমন্দসহ খুন জখমের হুমকি দেন এবং ভয়-ভীতি দেখান আবুকে।

গতকাল রাতে ছাগল চুরির অভিযোগে আবু গাজী বাদী হয়ে আওয়ামী লীগনেতা রাজনের বিরুদ্ধে দুমকী থানায় একটি লিখিত অভিযোগ দেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন,  অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে রেজাউল করিম রাজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।