ছাত্রলীগনেতার মারধরের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ
ময়মনসিংহে দোকান কর্মচারীকে মারধরের প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ বিক্ষোভ কর্মসূচি।
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ব্যবসায়ীরা তাঁদের দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন এবং দোকান কর্মচারীকে মারধরে জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাঁরা তাঁদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
শহরের সি কে ঘোষ রোডের ব্যবসায়ী কামনা ইলেকট্রনিক্সের মালিক স্বপন সাহা বলেন, ‘গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে আমার দোকানে আসেন ছাত্রলীগনেতা নাহিদ হাসান রাকিবসহ চার যুবক। তাঁরা দোকানে বেশিদামে পণ্য বিক্রির অভিযোগ এনে কর্মচারী বাদলকে মারধর করেন। এ জন্য আজ সকাল থেকে আমরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ করছি।’
মারধরের শিকার দোকান কর্মচারী বাদল দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি।
এ সময় ব্যবসায়ীরা একটি খুঁটিতে সাঁটানো পোস্টার দেখিয়ে হামলাকারি ছাত্রলীগনেতাকে পরিচয় করিয়ে দেন। সেই পোস্টারে দেখা যায়, নাহিদ হাসান রাকিব ছাত্রলীগের জেলা শাখার সদস্য। তিনি সাউথইস্ট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্টেজ ফর ই্য়ুথ ফাউন্ডেশনের জেলা শাখার সমাজসেবা বিষয়ক সম্পাদক।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘ব্যবসায়ীরা বিক্ষোভ করছেন দেখতে পাচ্ছি। ঘটনার বিষয়ে আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।’
পরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জড়িতদের বিরুদ্ধে মামলা নেওয়ার আশ্বাস দিলে দুপুর ১টার দিকে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে দোকান খোলেন ব্যবসায়ীরা।