ছাত্রলীগের সংঘর্ষে বন্ধ চমেক, হল ছাড়ার নির্দেশ

Looks like you've blocked notifications!
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফাইল ছবি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) বন্ধ ঘোষণা করা হয়েছে।

একইসঙ্গে শিক্ষার্থীদের আজ শনিবার সন্ধ্যার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় গঠন করা হয়েছে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শাহনারা আক্তার চৌধুরী বিকেলে এনটিভি অনলাইনকে বলেন, ‘সন্ধ্যার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘হোস্টেলের ভেতরে নিজেদের মধ্যে ঝামেলা থেকে প্রথমে দুপক্ষের মধ্যে মারামারি হয়। গতকাল শুক্রবার রাতে দুপক্ষের মধ্যে মারামারির জের ধরে আজ শনিবার সকালে আরেক দফা সংঘর্ষ বাঁধে।’

এতে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন- মাহফুজুল হক, নাইমুল ইসলাম ও আকিব হোসেন।

ঘটনার পর থেকে হাসপাতাল ও ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।