ছাত্রীর সঙ্গে কলেজ কর্মচারীর অশোভন আচরণ, শিক্ষার্থীদের বিক্ষোভ
এক ছাত্রীর সঙ্গে কর্মচারীর অশোভন আচরণকে কেন্দ্র করে আজ মঙ্গলবার বিক্ষোভ করেছে নাটোরের গুরুদাসপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। একপর্যায়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে ভবন লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে শিক্ষার্থীরা ভবনের সামনে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।
খবর পেয়ে পুলিশ অভিযুক্ত কর্মচারী জাকির হোসেনকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়।
মোজাম্মেল হক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইদ জানিয়েছেন, মঙ্গলবার সকালে প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে আশোভন ও কুরুচিপূর্ণ আচরণ করে চতুর্থ শ্রেণীর কর্মচারী জাকির হোসেন। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন।