ছাদ থেকে ‘লাফিয়ে’ ঢাবি ছাত্রীর মৃত্যু

Looks like you've blocked notifications!

রাজধানীর মোহাম্মদপুর এলাকার জাপান গার্ডেন সিটির একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আদাবর থানা পুলিশ গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে।

ওই ছাত্রীর নাম জাইনা হাবিব প্রাপ্তি। তিনি ঢাবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন।

আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই মতিউর রহমান বলেন, ‘প্রাপ্তি নামের ওই তরুণী আত্মহত্যা করেছেন বলে আমরা ধারণা করছি। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তিনি জাপান গার্ডেন সিটির ১৬ নম্বর ভবনের ১০২ নম্বর ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন। তাঁরা নোয়াখালীর বাসিন্দা।’

ঢাবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান ড. ধীমান কুমার চৌধুরী বলেন, ‘এক মাস আগে এক তরুণী এবং তাঁর বাবার সঙ্গে আমাদের কথা হয়। এর আগে ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আমরা ওই তরুণীকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু, এক মাস পর ওই তরুণীই আত্মহত্যা করলেন কি না, তা আমরা নিশ্চিত নই। আমাদের চার জন স্টুডেন্ট অ্যাডভাইজার রয়েছেন। তাঁদের সঙ্গে কথা বলে আমি এ বিষয়ে খোঁজ নিচ্ছি।’