ছিন্নমূল মানুষের পাশে মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগ

Looks like you've blocked notifications!
খেটে খাওয়া, দিনমজুর, রিকশাচালক এবং কর্মহীন নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন। ছবি : এনটিভি

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে মানুষের জীবন। বিশেষ করে খেটে খাওয়া, দিনমজুর, রিকশাচালক এবং কর্মহীন নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রায় বিরাট এক ধাক্কা দিচ্ছে কোভিড-১৯ নামের ভয়ংকর বিভীষিকাময় এই রোগ। দেশের এই কঠিন সময়ে অসহায় গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন।

প্রতিদিনই হতদরিদ্র, রিকশাচালক, খেটে-খাওয়া মানুষদের মধ্যে একবেলা খাবারের পাশাপাশি দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যসামগ্রীও বিতরণ করছেন রিপন। বিশেষ করে ঢাকা-৫ সংসদীয় আসনের বিভিন্ন ওয়ার্ড এবং থানায় এই কার্যক্রম পরিচালনা করছেন তিনি। তাঁর নেতৃত্বেই গতকাল বুধবার কদমতলী ও শ্যামপুর থানার বিভিন্ন ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ করেন নেতা-কর্মীরা। আগামীতে আরো খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন তিনি। পর্যায়ক্রমে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি থানার প্রতিটি ওয়ার্ডে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে জানা গেছে।

দেশের এমন কঠিন মুহূর্তে সাধারণ মানুষের সেবা করতে পেরে আনন্দিত মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন। সেইসঙ্গে তাঁর নেতাকর্মীদের কার্যক্রমেও সন্তুষ্ট তিনি।

খেটে খাওয়া, দিনমজুর, রিকশাচালক এবং কর্মহীন নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন। ছবি : এনটিভি

এ ব্যাপারে কামরুল হাসান রিপন এনটিভি অনলাইনকে বলেন, ‘করোনাভাইরাস বৈশ্বিক সমস্যা। এই ভাইরাস মোকাবিলায় দেশরত্ন শেখ হাসিনা ইতিমধ্যেই কার্যকরী পদক্ষেপ নিয়েছেন। আমরাও অসহায়, গরিব-দুঃখী মানুষের পাশে আছি। দিনমজুর, রিকশাচালক, খেটে-খাওয়া কর্মহীন মানুষদের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দিচ্ছি। আমাদের এই ধারা অব্যাহত থাকবে। স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি নেতা-কর্মীই এই সময়ে সক্রিয় আছেন।’

কামরুল হাসান রিপন আরো বলেন, ‘প্রতিদিনই হতদরিদ্রদের মধ্যে খাবার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করছি। সরকারের যেহেতু নির্দেশনা রয়েছে সেহেতু সব রকমের স্বাস্থ্যবিধি মেনে, নিরাপদ দূরত্বে থেকে আমার কাছাকাছি এলাকাগুলোর দিকে এই কার্যক্রমগুলো বেশি পরিচালনা করছি। গত মঙ্গলবার দুপুরে সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করেছি। সন্ধ্যায় চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছি। গতকাল বুধবার কদমতলী এবং শ্যামপুর থানার বিভিন্ন ওয়ার্ডের মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়েছি। ধারাবাহিকভাবে এটা অব্যাহত থাকবে। আমরা চাই এটা দেখে সমাজের বিত্তবান মানুষরাও অসহায়, গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াক।’

কামরুল হাসান রিপন চলমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিদিনই নিজের এলাকার পাশাপাশি আশপাশের কোনো না কোনো এলাকায় নিম্ন আয়ের মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, কীটনাশকসহ সচেতনতামূলক লিফলেট বিতরণ করে যাচ্ছেন। সংগঠনের নেতা-কর্মীরাও তাঁর অনুপ্রেরণায় এবং নির্দেশনায় যার যার এলাকায় কাজ করে যাচ্ছেন।