ছেলের ইটের আঘাতে প্রাণ গেল মায়ের

Looks like you've blocked notifications!
 জয়পুরহাট থানা। ছবি : সংগৃহীত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জয়পুরহাটের সদর উপজেলায় ছেলের ইটের আঘাতে মা ছুফিয়া বেগমের (৬৮) মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যার দিকে উপজেলার কোমর গ্রাম-পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে উজ্জ্বল চৌধুরীকে আটক করেছে পুলিশে। তবে ছেলের বউ রেনেকা বেগম পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল ইফতারের আগ মুহূর্তে বাড়ির উঠানে চুলা থেকে ছাই উঠানো নিয়ে সুফিয়া বেগমের সঙ্গে ছেলের বউ মেনেকা বেগমের ঝগড়া হয়। এক পর্যায়ে ছেলে উজ্জ্বল রাগান্বিত হয়ে মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দেয়। তার অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭টায় সেখানে তাঁর মৃত্যু হয়।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান এ ঘটনা নিশ্চিত করে জানান, আজ দুপুরে ছুফিয়া বেগমের ভাই বাদী হয়ে জয়পুরহাট থানায় মামলা করেছেন।