ছেলে হত্যায় মা গ্রেপ্তার
সাতক্ষীরার শ্যামনগরে ছেলেকে স্যালাইনের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার ঘটনায় আটককৃত নিহতের মা সুমিতা দত্তকে গ্রেপ্তার দেখিয়েছে শ্যামনগর থানা পুলিশ। আর আজ শনিবার (১৮ মার্চ) তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে গতকাল অর্থাৎ, শুক্রবার বিকেলে ওই মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয় পুলিশ। পরে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার এসআই মো. খবির হোসেন বলেন, ‘গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
জানা যায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রোহিত দত্ত (১২) নামের পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী তার স্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন পালন অনুষ্ঠানে যায়। দুপুর ১২টার দিকে স্কুল থেকে ফেরার পথে দোকান থেকে একটি ম্যাংগো জুস খেয়ে তারপর বাড়িতে আসে। এরপর তার শরীর খারাপ লাগছে বললে তার মা একটি স্যালাইন খেতে দেয়। কিছুক্ষণ পর সে পেটে ব্যথা করছে বলে ছটফট করতে করতে মারা যায়।
পরে প্রতিবেশীরা রোহিতকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষা শেষে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা সুমিতা দত্ত ও বাপ্পী সরদার নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয় পুলিশ। এ সময় পুলিশ সুমিতার বাড়ি তল্লাশি করে একটি কীটনাশকের ছেড়া প্যাকেট উদ্ধার করে।