ছয় হাজার কম্বল বিতরণ করলেন সংসদ সদস্য মোজাফ্ফর
জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে ছয় হাজার কম্বল বিতরণ করেছেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। হয়েছে। আজ রোববার (৮ জানুয়ারি) সকালে তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এসব কম্বল বিতরণ করেন।
সদর উপজেলার রানাগাছা, বাঁশচড়া ও শাহবাজপুর ইউনিয়নে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য। কম্বল বিতরণকালে সংসদ সদস্য বলেন, ‘প্রতি বছরের মতো এ বছরও শীতার্ত মানুষের পাশে কম্বল নিয়ে হাজির হয়েছি। আমরা আপনাদেরই সন্তান, এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেওয়া যায় না। শীত নিবারণে পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণ করা হবে।’
কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, বাঁশচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল, রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক ফারুক শাহীন, বাঁশচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক আব্দুল লতিফসহ আওয়ামী লীগনেতারা উপস্থিত ছিলেন।