জঙ্গিবাদ সারাবিশ্বের সমস্যা : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জঙ্গিবাদ শুধু আমাদের জন্য নয়, সারাবিশ্বের মানবজাতির জন্য সমস্যা। জঙ্গিবাদ আত্মবিনাশি ও মানুষে-মানুষে বিভেদ সৃষ্টি করে। আমরা তা হতে দেব না।
আজ শনিবার বিকালে মৌলভীবাজার সরকারি কলেজের আয়োজনে কলেজ অডিটোরিয়ামে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও গুজববিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. ফজলুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, পৌর মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ‘সরকারের ১১ বছরে দেশের সব জায়গায় উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের আমলে দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭৩ বছরে দাঁড়িয়েছে। ৯২ ভাগ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করেছে সরকার। কিন্তু এই পরিবর্তন একটি রাজনৈতিক দল স্বীকার করছে না। এই পরিবর্তন তাদের চোখে পড়ে না।’
উন্নয়নের বিষয়ে মন্ত্রী আরো বলেন, ‘আমরা কর্ণফুলির নিচে টানেল বানাচ্ছি। পদ্মাসেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে, আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর কার্যক্রম চলছে। রূপপুরে পারমাণবিক বিদুৎকেন্দ্র বানাচ্ছি। এছাড়া সব জেলা সড়ককে চার লেনসহ রেলপথকে ডাবল ট্রেকারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।’
এর আগে মন্ত্রী মৌলভীবাজার পৌরসভার নগর উন্নয়ন কমিটি (টিএলসিসিল) সভায় ও পৌরসভার সিনিয়র সিটিজেন পার্ক ‘প্রবীণাঙ্গণ’এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।