জঙ্গিরা যতো স্মার্টই হোক না কেন, র‌্যাব আরও বেশি স্মার্ট : খুরশীদ হোসেন

Looks like you've blocked notifications!
র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।  ছবি : সংগৃহীত

র‍্যাব আগের চেয়ে আরও বেশি দক্ষ বলে মন্তব্য করেছেন সংস্থাটির নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। তিনি বলেন, ‘জঙ্গিরা যত স্মার্টই হোক না কেন, র‍্যাব আরও বেশি স্মার্ট।’

আজ সোমবার রাজধানীর বনানী পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে দেশব্যাপী র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিংকালে এসব কথা বলেন র‌্যাব মহাপরিচালক।

সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজার উপলক্ষে সুনির্দিষ্ট কোনো হুমকি রয়েছে কি না জানতে চাইলে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘না, এখনো পর্যন্ত কোনো ধরনের হুমকি নেই। আমরা সাইবার মনিটরিং করছি। গোয়েন্দা নজরদারি অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি আছে।’

৫০ থেকে ৬০ জন যুবক ঘর ছেড়েছে। সেটা পূজায় কোনো ধরনের হুমকি কি না? সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে র‌্যাব ডিজি বলেন, ‘জঙ্গিরা যতো স্মার্টই হোক না কেন? আমার র‌্যাব আরও বেশি স্মার্ট। আমি আশ্বাস দিতে চাই, র‌্যাব আগের চেয়ে আরও বেশি স্মার্ট হয়েছে। ওরা যতো স্মার্টই হোক কোনো ধরনের সফলতা পাবে না।’

সব কিছু বিবেচনায় পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে উল্লেখ করে ডিজি বলেন, ‘যারা ঘর ছেড়েছেন তাদের মনিটরিং করা হচ্ছে। পূজার শেষে কিছুদিনের মধ্যে ভালো কিছু রেজাল্ট আমরা দিতে পারব। আমরা এটা নিয়ে কাজ করছি।’

র‌্যাব ডিজি বলেন, ‘জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই কাজ করে যাচ্ছি। এখানে সব ধর্মের, বর্ণের মানুষ যেন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে সেজন্য র‌্যাব ফোর্সেসসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সজাগ রয়েছে।’