জজ কোর্টের গাড়িচালকের বিরুদ্ধে চাঁদপুর দুদকে মামলা

Looks like you've blocked notifications!
চাঁদপুর জেলা দুর্নীতি দমন কমিশন (সমন্বিত জেলা কার্যালয়)। ছবি : এনটিভি

লক্ষ্মীপুর জজ কোর্টের গাড়িচালক মোহাম্মদ নূর হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত চাঁদপুর জেলা কার্যালয়ে প্রথম এই মামলাটি করা হয়। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, মোহাম্মদ নূর হোসেন পাটোয়ারী ১৯৯৮ সালে লক্ষ্মীপুর জজ কোর্টে গাড়িচালক হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। পরে ২০০৬ সালে তিনি বিয়ে করেন। তার স্ত্রী জান্নাতুন নূর একজন গৃহিণী এবং তার কোনো আয়কর নথি নেই।

নূর হোসেন পাটোয়ারী একজন সরকারি কর্মচারী। তাঁর স্ত্রীর নামে ৮১ লাখ ৩৭ হাজার ৪০৫ টাকার সম্পদ। যা তাঁর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। তাই তাঁর বিরুদ্ধে দুদক আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়।