জনগণকে সাহস রাখতে বললেন ওবায়দুল কাদের

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের সংকট মোকাবিলায় দেশের জনগণকে সাহস রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘পৃথিবীর অনেক উন্নত দেশে স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে। আমাদেরও অনেক সীমাবদ্ধতা রয়েছে এ কথা যেমন সত্য, তেমনি আমাদের লড়াই-সংগ্রাম করে বেঁচে থাকার ঐতিহ্য আছে, আছে অভিজ্ঞতা। সাহস হারানোর কোনো কারণ নেই। এই সংকটে আমাদের রয়েছে শেখ হাসিনার মতো সাহসী, সৎ নেতৃত্ব।’

সরকারের করোনাভাইরাসের টেস্ট করার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সীমাবদ্ধতা অতিক্রম করে যাচ্ছি, টেস্টিং ক্যাপাসিটি বাড়ছে। বেসরকারি হাসপাতাল সম্পৃক্ত করা হচ্ছে। এখন ২৯টি সেন্টার থেকে করোনা টেস্ট করা হবে।’ 

সবার ঐক্যবদ্ধ প্রয়াসে করোনাভাইরাসের মেঘ অচিরেই কেটে যাবে বলে প্রত্যাশা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দুর্যোগে ঐক্যের বিকল্প নেই, ঐক্যবদ্ধভাবে আসুন আমরা দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাই। আমাদের সবার সম্মিলিত প্রয়াসে করোনাকালো মেঘ অচিরেই কেটে যাবে ইনশাআল্লাহ।’

সংকটে ফ্রন্টলাইনে কর্মরতদের অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ফ্রন্টলাইনে থেকে করোনাযোদ্ধারা যে সাহসিকতার পরিচয় দিচ্ছে, সে জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সরকার ফ্রন্টলাইনে কর্মরত যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টিও অগ্রাধিকার ভিক্তিতে বিবেচনায় নিয়েছে।’

এ সময় মহান মে দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে শ্রমজীবী মানুষকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।