জবি ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার
ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার রাতে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কমিটির ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।
১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি এনটিভি অনলাইনকে বলেন, ‘দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আপা হয়তো তখন আমাদের কোনো দোষ খুঁজে পেয়েছিল, তাই স্থগিতাদেশ দিয়েছিল। হয়তো পরে আমাদের দোষ ছিল না দেখে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। আমরা কৃতজ্ঞ।’