জরুরি সেবার মাধ্যমে শিশুকে ধর্ষণে অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জ সদরে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কিশোর। ছবি : এনটিভি

জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করার মাধ্যমে সিরাজগঞ্জ সদরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও শিশুর পরিবার সূত্রে জানা গেছে, ওই শিশুকে (৮) গত ১৬ এপ্রিল বিকেলে অভিযুক্ত কিশোর কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ কথা কাউকে জানালে তাকে গলাকেটে হত্যার হুমকি দেয় অভিযুক্ত কিশোর।

এরপর গতকাল আবারও শিশুটিকে কৌশলে নিজ ঘরে ডেকে আনার চেষ্টা করে ওই কিশোর। এ সময় শিশুর দুই বান্ধবী বিষয়টি তার বাবাকে জানায়। শিশুটির বাবা তাৎক্ষণিকভাবে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থল গিয়ে অভিযুক্ত কিশোরকে আটক করে। এ সময় তার ঘরে রাখা ধারালো ছুরি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, ‘এ ঘটনায় মামলার পর ওই কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’