জাতীয় পার্টিকে আ.লীগ ক্রীতদাস বানাতে চায় : জিএম কাদের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/10/29/jiem-kaader-jaamaalpur.jpg)
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আমরা জাতীয় পার্টি ২০০৮ সালে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলাম, এরপর থেকে তাদের মধ্যে কৃতজ্ঞতাবোধ দেখা যাচ্ছে না। আমরা বন্ধু হিসেবে তাদের কাছে গিয়েছিলাম, তারা বন্ধু হিসেবে আমাদের গ্রহণ করেছিল। কিন্তু তারা সর্বপ্রথম আমাদের বানাল অঙ্গসংগঠন, তারপর বানাল চাকর, এখন জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ক্রীতদাস বানাতে চায়। আমরা কি করব না করব সবকিছুতে তারা আমাদের নিয়ন্ত্রণ করতে চায়। আমরা কারও নিয়ন্ত্রণে থেকে রাজনীতি করতে চাই না, আমরা দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করতে চাই।’
আজ শনিবার দুপুরে জামালপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এসব কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘সরকারি দলের নেতারা গত অর্থবছরে মাত্র এক বছরে সুইজারল্যান্ডে চার লাখ কোটি টাকা পাচার করছে। আগামী বছর আসতে আসতে মেগা প্রকল্পে বিদেশ থেকে যে ঋণ নেওয়া হয়েছে তা সুদে আসলে প্রায় ২২ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে এবং এ করণেই আর কোনো রিজার্ভ থাকবে না।’
সম্মেলন উপলক্ষে শনিবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা শহরের মির্জা আজম অডিটরিয়ামে আসতে থাকে। বেলা ১১টায় শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু।
এছাড়াও জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল হক মাহমুদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ বক্তব্য দেন। পরে জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে মোস্তফা আল মাহমুদ ও সাধারণ সম্পাদক হিসেবে জাকির হোসেন খানের নাম ঘোষণা করেন গোলাম মোহাম্মদ কাদের।