জাতীয় শোক দিবসে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

Looks like you've blocked notifications!
যশোরের শার্শা উপজেলায় জাতীয় শোক দিবসে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজিবি। ছবি : এনটিভি

যশোরের শার্শা উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে গরিব, অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২১ ও ৪৯  ব্যাটালিয়ন।

আজ রোবাবার এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি করে চাল, ডাল, তেল, আটা, লবণ ও সাবান।

২১ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিওপিগুলোর আশপাশে সীমান্তবর্তী গ্রাম গোগা, অগ্রভূলোট ও পুটখালীতে খাদ্যসামগ্রী বিতরণ করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনজুর এলাহী।

অপর দিকে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিওপিরগুলোর আশপাশের সীমান্তবর্তী গ্রামগুলোতে খাদ্যসামগ্রী বিতরণ করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা ও উপ-অধিনায়ক মেজর তৌফিকুর রহমান।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মুনজুর এলাহী ও ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সেলিম রেজা জানান, জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিজিবি দেশের সীমান্ত অঞ্চলে আজ ২১ বিজিবি ২০০ জনকে এবং ৪৯ বিজিবি ৪০০ জনকে এ খাদ্যসামগ্রী বিতরণ করে।