জাতীয় শোক দিবসে শেরপুর সীমান্তে দুস্থদের খাদ্যসামগ্রী দিল বিজিবি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে শেরপুরের সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুরে ঝিনাইগাতী উপজেলার নকশী বিওপিতে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ বিজিবির ৩৯ এল ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট (সহকারী পরিচালক) মোহাম্মদ ইউনুস। এ সময় বিজিবির নকশী বিওপির কর্মকর্তা, সদস্য এবং স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
সীমান্ত এলাকার শতাধিক দরিদ্র পরিবারে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ প্রভৃতি।