জাতীয় সংসদে দুটি বিল পাস

Looks like you've blocked notifications!
জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যরা। ফাইল ছবি : ফোকাস বাংলা

জাতীয় সংসদে আজ সোমবার সামুদ্রিক মৎস্য (মেরিন ফিসারিজ) বিল, ২০২০ সহ দুটি বিল সংশোধিত আকারে পাস করা হয়েছে। বিল দুটি পাসের প্রস্তাব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। পাস করা দ্বিতীয় বিলটি হচ্ছে মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ বিল, ২০২০।

প্রথম বিলে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ সম্পর্কিত যুগোপযোগী ও কার্যকর বিধান করা হয়েছে। বিলের বিধান লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধের জন্য সর্বোচ্চ ২৫ লাখ টাকা থেকে বিভিন্ন অঙ্কের অর্থ জরিমানা এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের বিধান করা হয়েছে।

দ্বিতীয় বিলটিতে মৎস্য উৎপাদন, চাষ, মৎস্য প্রক্রিয়াকরণসহ এ সংশ্লিষ্ট প্রয়োজনীয় সব বিধান করা হয়েছে।

বিল দুটির ওপর বিরোধী দলের কয়েকজন সদস্য জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে কয়েকটি সংশোধন গ্রহণ করা হয়। বাকি প্রস্তাবগুলো কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।