জাবিতে ‘এফ’ ও ‘আই’ ইউনিটে ভর্তি পরীক্ষা সম্পন্ন

Looks like you've blocked notifications!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির আইন অনুষদভুক্ত ‘এ’ ইউনিট এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট অনুষদভুক্ত ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত মোট পাঁচটি শিফটের মাধ্যমে এই দুই ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।

‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম চারটি শিফটে এবং ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা পঞ্চম শিফটে অনুষ্ঠিত হয়েছে।

আইন অনুষদের ডিন অধ্যাপক তাপস কুমার দাস জানান, এফ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষায় ৫৫ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল।

বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. রেজাউল ইসলাম জানান, আই ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫৮ শতাংশ শিক্ষার্থী অংশ নিয়েছে।

‘এফ’ ইউনিটে ৬০টি সিটের বিপরীতে ২৪ হাজার ৭৩ জন এবং ‘আই’ ইউনিটে ৩০টি সিটের বিপরীতে ছয় হাজার ৭১০ জন শিক্ষার্থী আবেদন করেছে।

ইতোমধ্যে যথাক্রমে ডি, জি, এইচ, বি, এফ ও আই ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামীকাল মঙ্গলবার বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিট এবং কলা ও মানবিক অনুষদভুক্ত (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ‘সি-১’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।