জাবির সাবেক ভিসি ড. মোস্তাহিদুরকে বনানীতে দাফন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. খন্দকার মোস্তাহিদুর রহমানের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার দুপুরে ঢাকার বনানী করবস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে তাঁর দুটি জানাজা হয়।
বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন রচনা প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাহিদুর গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ইসলামি ব্যাংক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সাবেক উপাচার্যের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
ড. খন্দকার মোস্তাহিদুর রহমান গত ৪ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল বিকেলে তিনি মারা যান। এরপর গতকাল রাত ৮টায় শান্তিনগর আমিনবাগ জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টেনিস মাঠে তাঁর দ্বিতীয় জানাজা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জানাজায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আবুবকর সিদ্দিকী, অধ্যাপক ড. কামরুল হাসান, অধ্যাপক ড. সৈয়দ কামরুল হাসান, অধ্যাপক ড. মেসবাহুল সালেহীন, অধ্যাপক ড. সোহেল রানা, অধ্যাপক মাহরুহি সাত্তার, ভিসি মোস্তাহিদুর রহমানের কানাডাপ্রবাসী ছেলে খন্দকার আশফাকুর রহমান প্রমুখ।
পরে মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রেজিস্ট্রার রহিমা কানিজ, মরহুমের মেয়ে ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার তাসমিনা রহমান প্রমুখ।