জামালপুরের সংসদ সদস্য দুলাল করোনায় আক্রান্ত

Looks like you've blocked notifications!
জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। ছবি : সংগৃহীত

জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া জেলায় একদিনেই ৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জামালপুরে একদিনে এটাই সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড। আক্রান্তের তালিকায় সংসদ সদস্য ছাড়াও দুজন জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাও রয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় গতকাল বুধবার রাতে তাঁদের করোনা শনাক্ত করা হয়।

জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান জানান, বুধবার রাতে ময়মনসিংহে পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় জামালপুরের ৫৭ জনের মধ্যে করোনা ধরা পড়ে। তাদের মধ্যে ছয়জনের ফলোআপ রিপোর্ট হওয়ায় নতুন আক্রান্তের সংখ্যা ৫১ জন। নতুন আক্রান্তদের মধ্যে জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল রয়েছেন। এ ছাড়া ইসলামপুর উপজেলাতেই ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল খালেক, নারী ভাইস চেয়ারম্যান রোজীনা আক্তার রয়েছেন। এছাড়া শনাক্তের তালিকায় বকশীগঞ্জ উপজেলার ১৫ জন, সদর উপজেলার আটজন, দেওয়ানগঞ্জ উপজেলার তিনজন, মাদারগঞ্জ উপজেলার দুজন, সরিষাবাড়ী উপজেলার পাঁচজন ও মেলান্দহ উপজেলার একজন রয়েছেন।

এ নিয়ে জেলায় মোট ৩০৪ জনের করোনা শনাক্ত করা হলো। এর মধ্যে জেলায় এখন পর্যন্ত চারজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়া সুস্থ হয়েছে ১৩২ জন।

এদিকে, জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজে গত ১২ মে নমুনা পরীক্ষার আরটি পিসিআর ল্যাব চালু করা হয়। ওই ল্যাবে প্রতিদিন ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। তবে এক সপ্তাহ ধরে কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে নমুনা পরীক্ষা।

এদিকে, প্রায় দুই সপ্তাহ আগে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে চিকিৎসাধীন।