জামালপুরে তিন প্রতারক গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
ইসলামপুর উপজেলায় গ্রেপ্তারকৃত প্রতারক চক্রের তিন সদস্য। ছবি : এনটিভি

জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে ইসলামপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ইসলামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়া জানান, গতকাল প্রতারণার শিকার মোছা. রাজেমা বেগমের লিখিত অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান পরিচালনা করা হয়। পরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর এলাকা থেকে প্রতারক চক্রের সদস্য মেলান্দহ উপজেলার মেঘারবাড়ি গ্রামের মো. হাবিবুর রহমান, পূর্ব শ্যামপুর গ্রামের ছবর আলী ও শাহাজাদপুর গ্রামের মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি ব্যাটারিচালিত অটোবাইক, পাঁচ আনা ওজনের দুটি কানের দুল ও দুটি নকল স্বর্ণের বার জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, সংঘবদ্ধ এই প্রতারক চক্রটি গ্রামের সহজ-সরল নারীদের টার্গেট করে। পরে নকল স্বর্ণের বার দেখিয়ে অভিনব কায়দায় তাদের কাছ থেকে নগদ টাকা ও গয়না হাতিয়ে নেয়। এদের বিরুদ্ধে ইসলামপুর, মেলান্দহ ও মাদারগঞ্জ থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে।