জামালপুরে বজ্রপাতে একজন নিহত
জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে তারা মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারি গ্রামে এ ঘটনা ঘটে। তারা মিয়া বাটিকামারি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয়সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে উপজেলাজুড়ে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। দুপুরে বৃষ্টির সময় তারা মিয়া গৃহপালিত ছাগলের জন্য বাড়ির পাশের ক্ষেতে পাটপাতা আনতে যান। ওই সময় বজ্রপাতে হলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
স্থানীয়রা আরও জানান, এ অবস্থায় তারা মিয়াকে তারাকান্দি যমুনা সারকারখানা হাসপাতালে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, ‘বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে বিষয়টি শুনেছি।’