জামালপুরে বন্যার পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু

Looks like you've blocked notifications!

জামালপুরে পৃথক স্থানে বন্যার পানিতে ডুবে শিশুসহ দুজন এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে মাদারগঞ্জ উপজেলায় পাট কাটতে গিয়ে বন্যার পানিতে ডুবে কমল মিয়া (৫০) নামের এক ব্যক্তি এবং বকশীগঞ্জ উপজেলায় বাড়ির পাশে খেলার সময় বন্যার পানিতে পড়ে জিসান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। অপরদিকে, আজ দুপুরে মাদারগঞ্জ উপজেলায় বন্যার পানিতে তলিয়ে যাওয়া সেচ পাম্পের বিদ্যুতের তার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখলাছ (২৫) ও আরিফ (২৪) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে।

মৃত চারজনের মধ্যে কমল মিয়া মাদারগঞ্জের জোড়খালি ইউনিয়নের বেড়াবেতাগা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে, এখলাছ একই উপজেলার আমতলী এলাকার ফকির আলীর ছেলে, আরিফ মৃত বদি মিয়ার ছেলে এবং শিশু জিসান বকশীগঞ্জের কাগমারীপাড়া এলাকার ইরান মিয়ার ছেলে।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম জানান, আজ শুক্রবার ভোরে মাদারগঞ্জের জোড়খালি ইউনিয়নের বেড়াবেতাগা গ্রামের কমল মিয়া বাড়ির পাশের পাট কাটতে যান। এ সময় বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে কমল মিয়া নিখোঁজ হন। পরে সকাল ১০টার দিকে পাটক্ষেতের পাশে তাঁর মরদেহ ভেসে ওঠে। অন্যদিকে, আজ দুপুরে উপজেলার আমতলী এলাকায় বন্যার পানিতে তলিয়ে যাওয়া সেচ পাম্পের বিদ্যুতের লাইন খুলতে গিয়ে এখলাছ ও আরিফ নামের দুই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

অপরদিকে, বকশীগঞ্জের ইউএনও আ স ম জামসেদ খন্দকার জানান, আজ সকালে বকশীগঞ্জের কাগমারীপাড়া এলাকার ইরান মিয়ার তিন বছর বয়সী শিশু জিসান বাড়ির পাশে খেলা করছিল। খেলার কোনো এক সময় সে বন্যার পানিতে পড়ে যায়। পরে জিসানের মৃতদেহ পানিতে ভেসে ওঠে।