জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলে নিহত

Looks like you've blocked notifications!

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলে নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গোবিন্দনগর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে ইনতাজ আলী (৫০) ও তার ছেলে ফিরোজ মিয়া (২১)।

স্থানীরা জানায়, শুক্রবার সকাল থেকেই এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে সেচ পাম্পের ছিঁড়ে যাওয়া তার মেরামত করতে যান ফিরোজ। এ সময় তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

পরে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা ইনতাজ আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে মারা যান।

ঘটনাটি মর্মান্তিক উল্লেখ করে পোগলদিঘা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফুল আলম মানিক এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ দুপুরে সেচ পাম্পের ছেঁড়া তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রথমে ছেলে ও পরে ছেলেকে বাঁচাতে বাবার মৃত্যু হয়।’

জানতে চাইলে তারাকান্দি তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবদুল লতিফ এনটিভি অনলাইনকে বলেন, ‘বাবা-ছেলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের হস্তান্তর করা হয়েছে।’