‘জিঘাংসা’ ছবির নায়িকা জবা চৌধুরীর দাফন সম্পন্ন
নৃত্যশিল্পী, অভিনেত্রী জবা চৌধুরী মারা গেছেন। দিনাজপুরের রানীর বন্দরের নিজ বাড়িতে গতকাল তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। দিনাজপুরে তাঁর দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা ছটকু আহমেদ।
ছটকু আহমেদ বলেন, ‘গতকাল সন্ধ্যায় তাঁর দাফন সম্পন্ন হয়েছে দিনাজপুরেই। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। সবাই তাঁর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে বেহেশত নসিব করেন।’
১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিঘাংসা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন জবা চৌধুরী। ‘পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন’—খুরশিদ আলম ও রুনা লায়লার গাওয়া জনপ্রিয় এই গানে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন ওয়াসিম ও জবা চৌধুরী।
‘জিঘাংসা’ সিনেমাটি সুপারহিট হয়েছিল। গানটি ছিল মানুষের মুখে মুখে। প্রথম সিনেমা মুক্তির পরই আলোচনায় আসেন তিনি। তাহের চৌধুরীর প্রযোজনায় ইবনে মিজান পরিচালিত এ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেন ফতেহ লোহানী, শওকত আকবর, আনোয়ার হোসেন, সুচরিতা, জসীমসহ অনেক গুণী শিল্পী।
পরে এই সিনেমার প্রযোজককে বিয়ে করে সংসারী হন জবা। ‘জিঘাংসা’ ছবিতে প্রধান নায়িকা ছাড়াও ‘কত যে মিনতি’, ‘সতী নারী’, ‘বিচার’, ‘ডাকু মনসুর’সহ অনেক ছবিতে অভিনয় করেন।
দিনাজপুরের রানীর বন্দর এলাকার গছাহার গ্রামে ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন জবা। আদর করে মা নাম রেখেছিলেন জোবায়দা খাতুন। সিনেমায় আসার পর নাম বদলে হন জবা চৌধুরী। তাঁর বাবা আফান উদ্দিন ছিলেন নাট্যশিল্পী। জবা চৌধুরীর কোনো সন্তান নেই। তাঁর স্বামী দেড় যুগ আগে মারা যান।