জিজ্ঞাসাবাদ শেষে চয়নিকা চৌধুরী পরিবারের জিম্মায় যাবেন : ডিবি
নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসবাদের জন্য আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আজ শুক্রবার রাতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির ডিবির (উত্তর) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ এ কথা জানান।
হারুন অর রশিদ বলেন, ‘আপনারা জানেন, পরী মণি ও রাজসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে চয়নিকা চৌধুরীর নাম উঠে এসেছে বারবার। তাঁর বিরুদ্ধে কিছু অভিযোগ আমরা পেয়েছি। সেজন্য আমরা মনে করেছি, চয়নিকা চৌধুরীর সঙ্গে আমাদের কথা বলা দরকার। এবং তদন্তের স্বর্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা আমাদের প্রয়োজন।’
ডিবির যুগ্ম কমিশনার বলেন, ‘সেই পরিপ্রেক্ষিতে আমরা তাঁকে ডিবি কার্যালয়ে এনেছি। এবং তাঁর বিরুদ্ধে যে অভিযোগগুলো আমরা পেয়েছি, তা আমরা জানতে চেয়েছি। জিজ্ঞাসাবাদ শেষে আমরা তাঁর পরিবারের জিম্মায় দিয়ে দেব। এবং জিজ্ঞাসাবাদের স্বার্থে তাঁকে আবার যখন ডাকব, তিনি আবার আমাদের কাছে আসবেন।’
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথ এলাকা থেকে চয়নিকা চৌধুরীকে আটক করা হয়।
এরপরই হারুন অর রশিদ এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘পরী মণি ও নজরুল ইসলাম রাজের মামলার তদন্ত করতে গিয়ে আমরা কিছু তথ্য পেয়েছি। ফলে তথ্য যাচাই-বাছাইয়ের জন্য আমরা কাউকে আটক করতেই পারি। সেজন্য চয়নিকাকে ডিবির হেফাজতে আনা হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, চয়নিকা চৌধুরী সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশনে একটি লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন। এ সময় পান্থপথ সিগন্যালে তাঁর ব্যক্তিগত গাড়ি দাঁড় করায় ডিবি পুলিশের একটি দল।
গড়িতে চয়নিকা চৌধুরী ও তাঁর ছেলে অনন্য চৌধুরী ছিলেন। কিছুক্ষণ পর চয়নিকা চৌধুরীর গাড়িতে একজন নারী পুলিশসহ ডিবির দুজন সদস্য উঠে পড়েন। এ সময় চয়নিকা চৌধুরীকে জানানো হয়, তাঁকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। এ সময় সেখানে গণমাধ্যমের অনেক কর্মী উপস্থিত ছিলেন।
আটক হওয়ার ঠিক ১০ মিনিট আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল ভবনটির নিচে উপস্থিত সাংবাদিকের সঙ্গে কথা বলেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
নির্মাতা বলেন, ‘আমাকে যদি (পুলিশ) ডাকে... আমার কাছে জানতে চায় আমি অবশ্যই যাব। আমি জানি, আমি খুব পরিচ্ছন্ন মানুষ। আমি এমন কিছু করিনি যেটা ভুলের তাড়নায় পড়বে... বা কোনো ক্রাইম। আমার মনটা যেহেতু পরিষ্কার আমাকে ডাকলে যেকোনো কিছুতে গিয়ে তাঁদের উত্তর দিয়ে আসব। তাঁদের প্রতি আমি অনেক শ্রদ্ধাশীল।’
চিত্রনায়িকা পরী মণির আটক হওয়া প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘পরিস্থিতি এভাবে দেখছি, সবাই যেভাবে দেখছে। এটা এখন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে চলে গেছে। আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের অধীনে যেহেতু আছে... যেটা হবে ফল সেটাই আমরা আসলে দেখব। আইনের অধীনে যেটা আছে তাঁর পক্ষে-বিপক্ষে কিছুই বলতে পারব না। আমাদের অপেক্ষা করতে হবে।’
এ সময় চয়নিকা চৌধুরী গণমাধ্যমে তাঁর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও অভিযোগ করেন।
চয়নিকা চৌধুরী নাটক নির্মাণের পাশাপাশি চলচ্চিত্রও পরিচালনা করেছেন। তাঁর পরিচালিত ‘বিশ্ব সুন্দরী’ ছবির নায়িকা ছিলেন পরী মণি।
ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরী মণিকে গত বুধবার রাতে বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে পরী মণির দেওয়া তথ্যে ওই রাতেই র্যাবের একটি দল বনানীর জি ব্লকের সাত নম্বর রোডের ৪১ নম্বর বাসায় অভিযান চালিয়ে রাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে আটক করে। দুজনই এখন ডিবি হেফাজতে রিমান্ডে আছেন।