জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে

Looks like you've blocked notifications!
করোনাভাইরাসের বিস্তার রোধে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কৃষিবিদ গ্রুপ ঢাকা মহানগরীর কয়েকটি বস্তিতে জীবাণুনাশক ছিটাচ্ছে। ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের বিস্তার রোধে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কৃষিবিদ গ্রুপ ঢাকা মহানগরীর কয়েকটি বস্তিতে স্প্রে অভিযান অব্যাহত রেখেছে। আজ বৃহস্পতিবার মহাখালীস্থ সাততলা বস্তিতে দ্বিতীয় দিনের মতো জীবাণুনাশক স্প্রে করা হয়। এই স্থানে দায়িত্বে ছিলেন কৃষিবিদ সানোয়ার আলম। স্থানীয় বিএনপির নেতরা এ কাজে সহযোগিতা করছেন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিস্তারিত কার্যক্রম হাতে নিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফাউন্ডেশনের সভাপতি তারেক রহমানের নির্দেশনায় কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার মনিটরিংয়ের দায়িত্ব পালন করছেন।

আগামী ১০ ও ১১ এপ্রিল মিরপুরের বিহারি ক্যাম্প এবং ১২ ও ১৩ এপ্রিল কাফরুল বস্তিতে জীবাণুনাশক ছিটানো হবে। ১৪ ও ১৫ এপ্রিল মোহাম্মদপুর বস্তি এবং ১৬ ও ১৭ এপ্রিল মহাখালীর কড়াইল বস্তিতে এই কার্যক্রম চলবে।