‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নন’—এমন বক্তব্য এক্সপাঞ্জের দাবি সাংসদ হারুনের

Looks like you've blocked notifications!
সংসদে আজ বৃহস্পতিবার বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। ছবি : সংগৃহীত

‘জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। তিনি মুক্তিযোদ্ধা নন’—সংসদে বলা এসব কথা সংসদের কার্যপ্রণালী থেকে এক্সপাঞ্জের দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার একটি আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়ে জনমত যাচাইয়ের ওপর বক্তব্য দিতে গিয়ে এ দাবি জানান তিনি।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ সকালে সংসদের বৈঠক শুরু হয়।

সংসদে হারুনুর রশীদ বলেন, “‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি’—এগুলো সংসদে বলা হয়েছে। এগুলো সংসদের কার্যপ্রণালী থেকে এক্সপাঞ্জ করতে হবে। এগুলো অসত্য। এগুলো যদি আপনি এক্সপাঞ্জ না করেন, তাহলে সংসদে আমাদের কথা বলে লাভ কী?”

বিএনপির এই সাংসদ আরও বলেন, ‘আমি মনে করি, যেখানে ন্যাশনাল আর্কাইভসের মুক্তিযুদ্ধের দলিল রচিত হয়েছে, তার মধ্যে কি জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা হিসেবে লিপিবদ্ধ নেই? তাহলে আজ আমরা এসব কথা কেন বলছি? আমি মনে করি, এগুলো পরিহার করা উচিত।’

মো. হারুনুর রশীদ বলেন, ‘জিয়াউর রহমান বীরত্বের সঙ্গে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। সেখানে ২৮৭ জন মুক্তিযোদ্ধা শাহাদত বরণ করেছেন। এই সেক্টরের দুজন বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হয়েছেন। তাঁরা হলেন সিপাহী হামিদুর রহমান ও ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ।’