জীবনে এক টাকাও হারাম খাইনি : ঢাকা ওয়াসার এমডি

Looks like you've blocked notifications!
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। ছবি : সংগৃহীত

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান বলেছেন, ঢাকা ওয়াসায় এক টাকাও দুর্নীতি হয়নি। জীবনে এক টাকাও হারাম খাইনি। এখন আমার বিরুদ্ধে যতই অভিযোগ আসুক, ভয় নেই। যেহেতু আমি জানি আমি সৎ, তাহলে আমার ভয় বা লজ্জারই কী আছে।’

আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওয়াসা এমডি।

তাকসিম এ খান বলেন, ‘অনিয়ম এবং দুর্নীতির দায়ে যাদের ওয়াসা থেকে চাকরিচ্যুত করেছি, তারাই আজ আমার পিছু লেগেছেন। তারা বিভিন্ন জায়গায় মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। তারা চান, মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ওয়াসার এমডির চেয়ার থেকে সরাতে। তখন তারা আবার চাকরি ফিরে পাবেন। ওয়াসায় দুর্নীতি চালিয়ে যেতে পারবেন।’

ওয়াসার এমডি বলেন, ‘কোনো একটা জায়গায় অবৈধ কাজ হলে তা বৈধতা বা বিরত রাখতে শুধু বক্তব্যে কাজ হয় না। বহিষ্কৃত কর্মকর্তারা ওয়াসাকে জিম্মি করে রেখেছিলেন। তাই তারা যে কাজটা করতেন, সেই কাজের পদ্ধতিটা আমি পরিবর্তন করে দিয়েছি। ওয়াসার সব লেনদেন অনলাইন ভিত্তিক করেছি। যাতে তারা দুর্নীতি করতে না পারে। এখন আমরা ওয়াসাকে করপোরেট গভর্নেন্সে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।’