জুতায় লুকানো ১৩ স্বর্ণের বার জব্দ, আটক ২
ভারতে পাচারকালে বেনাপোলগামী বাস থেকে যাত্রীবেশী পাচারকারীর জুতায় বিশেষ কায়দায় লুকানো ১৩টি স্বর্ণের বার জব্দ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।
আটককৃতরা হচ্ছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার মো. আক্তার হোসেন মণ্ডল (৩০), একই থানার মো. হোসেন মিজি (৩৭)।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, আজ শনিবার সন্ধ্যায় শরীয়তপুর থেকে ফেম পরিবহনের একটি বাস বেনাপোল যাচ্ছিল। বাসটি যশোর-মাগুড়া সড়কে পৌঁছালে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে জুতার মধ্যে বিশেষ কায়দায় লুকানো ১৩টি স্বর্ণের বার জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণের মূল্য আনুমানিক তিন কোটি ১৮ লাখ টাকা বলে বিজিবি জানায়।
আটককৃতরা বিজিবির কাছে স্বীকার করেছেন দীর্ঘদিন ধরে ভারতে স্বর্ণ পাচার করে আসছিলেন তারা। বিনিময়ে তাদের বারপ্রতি তিন হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হতো। তবে বিজিবি স্বর্ণের মূল মালিককে আটকের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এদিকে বেনাপোল ফেম পরিবহনের ম্যানেজার এই স্বর্ণ ভারতে পাচারের কাজে সহযোগিতা করেন বলে বিজিবি জানায়।
আটক পাচারকারীদের বিরুদ্ধে যশোর কতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।